Sept 7
স্মৃতির পাতায় উকি মারে সেদিনের যন্ত্রনাময় রাত।?
যোগ্যতা ছিল না তাই ভেঙ্গেছো মোর সঙ্গ💔
অপরাধী বলবো না তোমায়
কারন করোনি কোন ওয়াদা ভঙ্গ।
যে পাখি চলে যেতে চাই
মিথ্যা আটকে রাখি তারে কোন আশায়।👉
কাউকে আটকে রাখার মতো ছিল না কোন সামর্থ
তাইতো জীবন সংগ্রামে আজও আমি ব্যার্থ।💔
নিয়তির কাছে হার মেনে কেও হয় পরাজিত
তবুও কেনো স্মৃতিগুলো থেকে যাই জীবিত।😭
পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে যেমন পানির ঝর্ণা
তোমার জীবনে নেমে আসুক তেমনই সুখের বন্যা।🙏❤
~ সরতো তুরা
No comments:
Post a Comment